কলকাতা২৭ ফেব্রুয়ারি ১৫টি রাজ্যের ৫৬টি আসনে ভোটগ্রহন

২৭ ফেব্রুয়ারি ১৫টি রাজ্যের ৫৬টি আসনে ভোটগ্রহন

SBN NEWS: রাজ্যসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৭ ফেব্রুয়ারি ১৫টি রাজ্যের ৫৬টি আসনে ভোটগ্রহন হবে। পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি আসনে নির্বাচন হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৮ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন বিধায়করা।

পশ্চিমবঙ্গ ছাড়া বিহারের ছয়, ছত্তীসগঢ়ের এক, গুজরাতের চার, অন্ধ্রপ্রদেশের তিন, হরিয়ানার এক, হিমাচল প্রদেশের এক, কর্নাটকের চার, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের পাঁচ, মহারাষ্ট্রের ছয়, উত্তরাখণ্ডের এক, ওড়িশার তিন, রাজস্থানের তিন এবং তেলঙ্গানার তিনটি আসনে ভোট হবে।