Top Newsগৃহস্থের অনুপস্থিতিতে বাড়ির তালা ভেঙে ৫০ হাজার টাকা চুরি

গৃহস্থের অনুপস্থিতিতে বাড়ির তালা ভেঙে ৫০ হাজার টাকা চুরি

নিজস্ব সংবাদদাতা: গৃহস্থের অনুপস্থিতিতে বাড়ির তালা ভেঙে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নওদায়। জানা গিয়েছে, ঝারখণ্ড থেকে আদিবাসী সম্প্রদায়ের কয়েকটি পরিবার এসে নওদা গ্রাম থেকে প্রায় পাঁচ কিমি দূরে পাটিকাবাড়ি এলাকায় তাবু খাটিয়ে কিছুদিন ধরে বসবাস করছে। অভিযোগ, শুক্রবার সকালে ওই পরিবারের এক যুবক নওদা এলাকার তোজাম্মেল মণ্ডলের বাড়িতে ঢুকে তালা ভেঙে ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে তোজাম্মেলের বাড়ির সদস্যরা গিয়ে দেখেন বাড়ি ও আলমারির তালা ভেঙে টাকা গায়েব! এরপরে খোঁজাখুঁজি শুরু হয়ে গেলে জানা যায় ঝাড়খণ্ডের ওই লোকজনেরা টাকা চুরি করেছে। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছে চুরি যাওয়া ৫০ হাজার টাকা তাদের কাছে উদ্ধার করে বাড়ির মালিকের হাতে তুলে দেয়। টাকা চুরি করার ঘটনা স্বীকার করেছে ঝাড়খণ্ডের ওই লোকজন। এর পরেই তাঁবু খুলে এলাকা ছেড়ে চলে যায় ওই পরিবারগুলি।