Top News৯ বাঙালিকে পদ্ম সম্মান! জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল

৯ বাঙালিকে পদ্ম সম্মান! জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক: শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল। দেশের অন্যতম এই সম্মানের তালিকায় জায়গা করে নিয়ে পশ্চিম বাংলার একাধিক বাঙালি।

১: অরিজিৎ সিং

২: মমতা শঙ্কর

৩: গোকুলচন্দ্র দাস

৪: নগেন্দ্রনাথ রায়

৫: পবন গোয়েঙ্কা

৬: সজ্জন ভজঙ্ক

৭: স্বামী প্রদীপ্তনন্দ

৮: বিনায়ক লোহানি

৯: তেজেন্দ্রনারায়ণ মজুমদার