SBN: পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পরিষেবা ব্যাহত হয়েছে। শনিবার দুপুর থেকে অনেকেই অনলাইন পেমেন্ট করতে গিয়ে পড়েছেন সমস্যায়। ডিজিটাল ট্রানজাকশনে দেখা দিয়েছে অসুবিধা। একাধিক ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্মেই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইউজাররা। ভারতের একাধিক জায়গায় ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। রাস্তাঘাট, দোকান, রেস্তোরাঁ সব জায়গাতেই পেমেন্ট সমস্যা দেখা দিয়েছে। এর জের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবাই সমস্যায় পড়েছেন।