Top NewsEXCLUSIVE: ডাকাতির ছক বানচাল! সবংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ কুখ্যাত দুষ্কৃতী

EXCLUSIVE: ডাকাতির ছক বানচাল! সবংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ কুখ্যাত দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশ। সোমবার (১৪.০৪.২০২৫) রাতে ডাকাতির ছক বানচাল করলেন পুলিশ কর্মীরা। উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র। ধৃতরা একাধিক সমাজবিরোধী কাজ কর্মের সঙ্গে জড়িত বলে খবর। ধৃতদের আজ মঙ্গলবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সবং-মোহাড় রাজ্য সড়কের দিবাকর রোড এলাকায় একটি প্রাইভেট গাড়ি নিয়ে জড়ো হয়েছিল চারজন। রাস্তার ধারে জমায়েতের খবর গিয়ে পৌঁছায় পুলিশের কাছে। খবর পেয়ে দ্রুত সবং থানার পেট্রোলিং ভ্যান ঘটনাস্থলে যায়। তাদের ধরার জন্য চারিদিক ঘিরে ফেলা হয়। দুষ্কৃতীরা তখনই পালাতে চেষ্টা করলে তাদের তাড়া করে ধরা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল সাহিল ধালী (২১)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মোগরাহাট থানার অন্তর্গত উত্তর বিলান্দপুর এলাকায়। রমজান পাইক ওরফে পচা (৩৪)। দক্ষিণ ২৪ পরগনা জেলার রবীন্দ্রনগর থানার অন্তর্গত বিধাননগর এলাকায়। বাকি দুইজন ভোলা যাদব (২৫) এবং সুরোজ পি আচার্য (২০)। এদের বাড়ি খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায়। ধৃতরা প্রত্যেকেই কুখ্যাত বলে জানিয়েছে পুলিশ। অতীতেও তাদের নামে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
ধৃতদের কাছ থেকে পুলিশ একটি অত্যাধুনিক দেশি বন্দুক সহ শাবল-দরজা ভাঙার সরঞ্জাম উদ্ধার করেছে। এর পাশাপাশি একটি টাটা সাফারি প্রাইভেট গাড়ি আটক করা হয়েছে। বড় কোন ডাকাতির ছক তারা গতকাল করেছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতদের মঙ্গলবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।