Top NewsDebra: পাঁচ বছরে এক ঝুড়ি মোরামও পড়েনি, প্রতিবাদে অবরোধ

Debra: পাঁচ বছরে এক ঝুড়ি মোরামও পড়েনি, প্রতিবাদে অবরোধ

খড়গপুর: রাস্তার অবস্থা শোচনীয়। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে বলা হয়েছিল তা সংস্কারের জন্য। এমনকী, লিখিতভাবে অনুরোধও করা হয়েছিল। কিন্তু রাস্তাটি সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অনেকেই। এমন অবস্থায় মঙ্গলবার সকালে অসুস্থ এক বৃদ্ধাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছে কাঁধে চাপিয়ে। রাস্তার এই বেহাল দশার কারণে কোনও গাড়ি যেতে রাজি হয়নি। তাই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বুধবার ডেবরা ব্লকের ছুঁয়া (১০/১) ও (১০/২) গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল কিসমত ভুঁয়া এলাকায় সিপিএমের ডাকে পথ অবরোধ করা হয়। সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে অবরোধ। পরে বিডিও প্রিয়ব্রত রাড়ির কাছ থেকে আলোচনার আশ্বাস পেয়ে পথ অবরোধ ওঠে। ভুঁয়া (১০/১) গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএমের অশ্বিনী পাত্র বলেন, “দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তাটি খারাপ হয়ে রয়েছে। এক ঝুড়ি মাটি পর্যন্ত পড়েনি। আর এখন বালিচক উড়ালপুল নির্মাণের কাজ চলার কারণে এই রাস্তাটি বাইপাসের মতো ব্যবহার করা হচ্ছে। এই রাস্তা দিয়ে ছুঁয়া হয়ে বালিচক কর্ণমোড় হয়ে ডেবরা চকে সকলকে যেতে হচ্ছে। ফলে এই মুহূর্তে রাস্তাটির অবিলম্বে সংস্কার দরকার। কিন্তু গত দু’মাস আগে আমাদের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছিল। অনুরোধ করা হয়েছিল রাস্তাটির মেরামত করে দেওয়ার জন্য। কিন্তু কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই এদিন আমরা একপ্রকার বাধ্য হয়ে পথ অবরোধ করেছিলাম। তাতে সাধারণ মানুষের ভালো সাড়া পাওয়া গিয়েছে।” পাশাপাশি তিনি জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার বিডিও এই রাস্তার বিষয় নিয়ে একটি আলোচনায় ডেকেছেন। অপরদিকে, ডেবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর বলেন, “রাস্তাটির অবস্থা যে খুবই খারাপ তা অস্বীকার করার উপায় নেই। তবে রাস্তাটি রেলের জায়গায়। ফলে কোনও কাজ করতে হলে রেলের অনুমতি লাগবে। চেষ্টা করছি সমাধানের একটি রাস্তা বের করতে। দেখা যাক কি হয়।” জানা গিয়েছে, ডেবরা ব্লকের ভূঁয়া (১০/১) ও (১০/২) গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের অন্যতম রাস্তা এটি। প্রায় আড়াই কিমি এই রাস্তাটি দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল। এই রাস্তা দিয়ে কোনও ভারি যানবাহন চলাচল না করলেও বাইক থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স-সহ ছোট গাড়ি ও টোটো ইত্যাদি নিয়মিত যাতায়াত করে। অভিযোগ, রাস্তা বেহাল থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এদিনের পথ অবরোধে দু’টি গ্রাম পঞ্চায়েতের লছিপুর, মির্জানগর, কিসমত ভূঁয়া ও গৌরাঙ্গপুর এলাকার মানুষ অংশগ্রহণ করেন। মহিলাদের উপস্থিতি নজরকাড়া ছিল। বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, “রেলকে আমরা ইতিমধ্যে চিঠি করেছি। এখনও পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি। দেখি কি করা যায়।”