Top Newsমুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও হুঁশ ফেরেনি সবং আবগারি দপ্তরের! দেদার বিক্রি হচ্ছে 'বেআইনি'...

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও হুঁশ ফেরেনি সবং আবগারি দপ্তরের! দেদার বিক্রি হচ্ছে ‘বেআইনি’ চোলাই মদ

নিজস্ব প্রতিনিধি: ঢাল নেই, তলোয়ারও গায়েব! ফলে, বেআইনি মদের কারবার ঠেকাতে ‘যুদ্ধে’ নামতে পারছে না আবগারি দপ্তর৷ বিষমদের কারবার রুখতে পুলিশ ও আবগারি দপ্তরকে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, কোথায় কী? মুখ্যমন্ত্রীর নির্দেশ ও শান্তিপুর বিষমদ কাণ্ডে একাধিক জনের মৃত্যুর পরও হুঁশ ফেরেনি সবং আবগারি দপ্তরের৷
বেআইনিভাবে দেদার বিক্রি হচ্ছে বিষমদ৷ বাড়ছে মদ্যপদের ভিড়৷ দিনে-দুপুরে মদ্যপদের উৎপাতে অতিষ্ঠ গ্রামের বাসিন্দাদের মধ্যেই ক্ষোভ জমতে শুরু করেছে৷ বিশেষ করে পারিবারিক অশান্তির জেরে নাজেহাল ঘরের মহিলারা৷ পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায় বেআইনি চোলাই মদের ঢালাও কারবার চলে৷ সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়েই দেদার বিক্রি চোলাই মদের৷ সরকার নির্দিষ্ট দোকান থেকে নয় গ্রামের বাড়িতে বাড়িতে বিক্রি হচ্ছে এই বিষমদ৷ দৈনিক মোটা রোজগারের লোভে সবংয়ে এই বেআইনি কারবার বাড়ছে৷ দশগ্রাম অঞ্চলের হরেকৃষ্ণ বুথ,খাজুরী এলাকায় প্রায় কুটির শিল্পের চেহারা নিয়েছে এই বেআইনি চোলাই ব্যবসা৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এইসব এলাকায় বেআইনি ভাবে চোলাই মদ বিক্রি হচ্ছে। এই বেআইনি কারবার ঠেকাতে আবগারি দপ্তরের কী ভূমিকা? অভিযোগ, এই বেআইনি মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের দুর্বলতার কারণেই অসম্ভব হয়ে পড়েছে৷ আর সেই সুযোগটাই বিভিন্ন স্তরে ‘ম্যানেজ’ করে দিব্বি ব্যবসা চালিয়ে যাচ্ছে বেআইনি মদ বিক্রেতারা৷ যুবক থেকে বয়স্ক একের পর এক মদ্যপানে মৃত্যুর পরও ঠুঁটো আবগারি দফতর। কার্যত আবগারি দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন স্থানীয়রা। কেন অভিযুক্ত চোলাই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আবগারি দপ্তর ? তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করছে নানান প্রশ্ন