Top News'হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ার নেই! দিলীপ ঘোষের মন্তব্যে...

‘হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ার নেই! দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

SBN: মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় একটি সভা থেকে দিলীপের মন্তব্য, ‘হিন্দুরা বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে আরও নতুন নতুন আসবাব কিনছে। কিন্তু বাড়িতে একটা হাতিয়ার নেই। কিছু হলে পুলিশ পুলিশ। তাদের বয়েই গিয়েছে তোমাদের বাঁচাতে।’ ‘গোপাল পাঁঠাকে দেখুন, তিনি খাসিও কাটতেন আর খাসি যারা খায় তাদেরও কাটতেন। দশ বছর আগে যখন রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল তখন হিন্দু বাঙালি জানত না এটা কী, আজ পাড়ায় পাড়ায় শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে, কারণ হিন্দু বুঝেছে, তাদের এক হয়ে বাঁচতে হবে। দুর্বলের সঙ্গে ভগবানও থাকে না। এদিকে দিলীপের অস্ত্র কেনার নিদান ঘিরে  রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দিলীপের উস্কানিমূলক মন্তব্য করে মানুষের মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে অভিযোগ শাসকদলের।