খড়গপুর: একটি উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে একটি ঝোপ থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে মোহনপুর থানার ধৌরজামুয়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রমেশ কর (৫৮)। বাড়ি মোহনপুর থানার শিয়ালসাই গ্ৰাম পঞ্চায়েতের ধৌরজামুয়া এলাকায়। বুধবার ভোরে এই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর বাড়ি ফেরেন নি। তিনি বাড়িতে একলা থাকতেন। বুধবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে কোনও অভিযোগ দায়ের হয় নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Top Newsউপস্বাস্থ্য কেন্দ্রের পেছনের ঝোপ থেকে ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনের ঝোপ থেকে ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
By sbnnews
9


