Top Newsপাক রেঞ্জার্সের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান

পাক রেঞ্জার্সের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান

SQUARE BY NEWS: ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে। এক বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জওয়ান ভুলবশত সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশ করলে তাঁকে পাক রেঞ্জার্স আটক করে। আটক জওয়ান হুগলি জেলার বাসিন্দা। নাম পিকে সিংহ। ১৮২তম বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল। জানা গেছে, পিকে সিংহ জালোকে দোনা সীমান্তবর্তী এলাকায় জিরো লাইনে মোতায়েন ছিলেন। কর্তব্যরত অবস্থায় ভুলবশত ভারতীয় সীমান্ত বেড়া পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই আটক করে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্স- উভয় পক্ষের কর্তারা বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।