নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর এলাকায় দুপুরে বাড়িতে আগুন লেগে সর্বস্বান্ত পরিবার। জানা গেছে, সৌরভ প্রামানিক নামে এক ব্যক্তি অভাবের জ্বালায় দিল্লিতে স্ত্রী ছেলেকে নিয়ে লোকের বাড়িতে পরিযায়ী শ্রমিকের কাজ করে।
গত দূর্গা পূজার সময় বাবাকে বাড়িতে রেখে মাকে নিয়ে আবার দিল্লিতে চলে যায় ছেলে। সেখানে কাজকর্ম করে টাকা জমিয়ে তৈরি করছিল এটি পাকা বাড়ি, পাশে খড়ের বাড়িতে প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিস ছিল, হাঁস মুরগি গ্যাস সিলিন্ডার ফ্রিজ খাট ধান চাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। নগদ ৫০ হাজার টাকা ছিল বলে দাবি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে সৌরভ প্রামানিক নামে ওই ব্যক্তি পাশের ঘরের ঘুমিয়ে ছিলেন তখনই স্কুলের ছেলে মেয়েরা আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করে।
কিছুক্ষণের মধ্যেই এলাকার বাসিন্দারা এসে ওই ব্যক্তিকে কোনরকমে ঘর থেকে বার করে। তার কিছুক্ষণ পর দুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পাকা দেওয়ালের কিছু অংশ পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
শীত এর সময় অসহায় বৃদ্ধের পরিবারের পাশে নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা ত্রিপল চাল ডাল দিয়ে বর্তমানে সাহায্য করেন। সর্বোস্ব খুইয়ে অসহায় পরিবার।