Top NewsPaschim Medinipur: বেলদায় লরির ধাক্কায় মৃত্যু যুবকের

Paschim Medinipur: বেলদায় লরির ধাক্কায় মৃত্যু যুবকের

নিজস্ব সংবাদদাতা: বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির দিঘাপুকুর এলাকায় বেলদা কাঁথি রাজ্য সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিশ্বজীৎ পয়রা (৩৫)। বাড়ি বেলদা থানার দাঁতন দুই নম্বর ব্লকের বেলদা থানার সাউরি গপঞ্চায়েতের শ্রীচক এলাকায়।

জানা গিয়েছে বাড়ি থেকে নিজের বাইক নিয়ে তিনি বেরিয়ে বেলদা কাঁথি রাজ্য সড়ক ধরে খাকুরদার দিকে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে আনতে। পথের মাঝে দিঘাপুকুর এলাকায় রাস্তার উপর একটি গরু চলে আসে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে তিনি রাস্তায় পড়ে যান। সেইসময় পেছন দিক থেকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়।

স্থানীয় মানুষজন তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় খন্ডরুইতে দাঁতন দুই নম্বর ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর স্থানীয় মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেলদা কাঁথি রাজ্য সড়কে।

ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনা ঘিরে এদিন উত্তেজনা ছড়ায়।