নিজস্ব সংবাদদাতা,খড়গপুর: বন্ধ দোকানের তালা খোলা নিয়ে গ্ৰাম্য অশান্তিতে রাজনীতির রঙ লেগে গেল। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে খড়গপুর দুই নম্বর ব্লকের সাঁকোয়া গ্ৰাম পঞ্চায়েতের মনতাগেড়িয়া – খড়িগেড়িয়া এলাকায়।
গন্ডগোলে উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। তারমধ্যে তৃণমূল ও বিজেপির সমর্থক রয়েছেন। এদিকে গন্ডগোলের খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দেয়। তবে এইদিন রাত পর্যন্ত খড়গপুর গ্ৰামীণ থানায় কোনও অভিযোগ দায়ের হয় নি বলে খবর। এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) রানা মুখোপাধ্যায় বললেন ” দোকান খোলা নিয়ে গ্ৰামে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ যায়। পরিস্থিতি সামাল দেয়।
আর এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হওয়ার খবর নেই।” জানা গিয়েছে খড়গপুর দুই নম্বর ব্লকের সাঁকোয়া গ্ৰাম পঞ্চায়েতের মনতাগেড়িয়া – খড়িগেড়িয়া এলাকায় একজনের জায়গায় চার থেকে পাঁচটি দোকান রয়েছে। তারমধ্যে এই গ্ৰাম পঞ্চায়েতের নরসিংহপুর গ্ৰামের তৃণমূল সমর্থক পূর্ণ সিংয়ের একটি দোকান রয়েছে। এই ব্যাক্তির দোকান সহ বাকি দোকানগুলি গত চার মাস ধরে বন্ধ রয়েছে।
অভিযোগ বিজেপির লোকজন দোকানগুলিতে তালা ঝুলিয়ে দিয়েছে জোর করে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনতাগেড়িয়া -খড়িগেড়িয়া এলাকায় একজনের জায়গায় এই দোকানগুলি গত চার বছর ধরে রয়েছে। মাস চারেক আগে জায়গার মালিক দোকানদারদের জায়গা খালি করতে বলেন। তারসাথে প্রস্তাব দেন জায়গা খালি করতে না চাইলে কিনে নেওয়ার জন্য। কিন্তু জায়গার মালিকের আবেদনে কোনও সাড়া না মেলায় ব্যাপক টানাপোড়েন শুরু হয়।
এই ব্যাপারে থানায় কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু কোনও ফয়সালা না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে। তারইমধ্যে এইদিন সকালে তৃণমূলের কয়েকজন কর্মী ও সমর্থক দলীয় ঝান্ডা নিয়ে মিছিল করে পূর্ণ সিংয়ের বন্ধ থাকা দোকানের তালা খুলতে যান। তখন অপরপক্ষ বাধা দেয়। শুরু হয় তুমুল সংঘর্ষ । এলাকা উত্তাল হয়ে ওঠে। সংঘর্ষের জেরে উভয়পক্ষের ছয়জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ব্যাপারে তৃণমূলের খড়গপুর দুই নম্বর ব্লকের সভাপতি তৃষিত মাইতি বললেন ” নরসিংহপুরের আমাদের পূর্ণ সিং নামে এক সমর্থকের বন্ধ দোকান খুলতে যাওয়া হয়। তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে। তাতে আমাদের পূর্ণ সিং সহ মোট চারজন জখম হয়েছেন। দোকানটি বন্ধ করে দিয়েছিল বিজেপি আশ্রিত কিছু লোক। তবে ঘটনাটি অনভিপ্রেত। উদ্যোগ নেওয়া হবে আলোচনার মাধ্যমে সমাধান করার।”
অপরদিকে বিজেপির পিংলা দুই নম্বর মন্ডলের সহ সভাপতি সুমন ঘোড়াই বললেন ” বিষয়টি বিচারাধীন। তাই আমরা কিছু বলব না। তবে তৃণমূলের লোকেরা দলীয় ঝান্ডা ও মাইক নিয়ে দোকানগুলি খুলতে গিয়ে গোটা ঘটনায় রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা রাজনীতির রং লাগাতে চাই না। কারন বিবাদটা পুরোপুরি গ্ৰাম্য।” তবে জানা গিয়েছে এইদিন বন্ধ দোকান খোলার মিছিলে বিজেপির কয়েকজনকে দেখা গিয়েছে।