রাজ্যTheft: পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

Theft: পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ফের অন্ডালে চুরি। এবার পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরির ঘটনা। তিনটি মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। যদিও নগদ কিংবা সরকারি নথিপত্র চুরি যায়নি বলে জানান পঞ্চায়েত প্রধান।

গত ২০ দিনে অন্ডাল এলাকায় ঘটেছে একাধিক চুরির ঘটনা। ২৯ ডিসেম্বর অন্ডাল থানার কাজোরায় আর লছিপুরে একটি তালা বন্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছিল। ৬ জানুয়ারি শনিবার অন্ডাল গার্লস স্কুলে চুরির ঘটনা ঘটে। স্কুলে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। এই সময়েই এলাকার অন্য দুটো সরকারি স্কুলেও ঘটে চুরির ঘটনা। এরই মাঝে সোমবার ফের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চুরির ঘটনা ঘটল। এদিন সকালে পঞ্চায়েতের সাফাই কর্মী বন্দনা বাউরি অফিসে এসে দেখেন মেনগেটের তালা ভাঙা। একতলা ও দ্বিতলেও বেশ কয়েকটি রুমের তালা ভাঙা দেখে তিনি পঞ্চায়েত প্রধানকে ফোন করে বিষয়টি জানান। প্রধান-সহ অন্যরা কার্যালয়ে আসেন। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে।

পঞ্চায়েত প্রধান কৃষ্ণা মণ্ডল বলেন, “পঞ্চায়েত কার্যালয়ের সদর দরজার তালা-সহ আরও বেশ কয়েকটি রুমের তালা ভাঙা রয়েছে। লকার ভাঙা হয়েছে ছ’টি আলমারির। পঞ্চায়েত অফিসে কোনও টাকা পয়সা ছিল না। তবে দুষ্কৃতীরা পঞ্চায়েত অফিসের তিনটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। অফিসের মধ্যে একটি ল্যাপটপ রাখা ছিল সেটি দুষ্কৃতীরা নিয়ে যায়নি।” সরকারি নথিও খোওয়া যায়নি বলে জানান কৃষ্ণাদেবী।

খবর পেয়ে পঞ্চায়েত অফিসে আসে অন্ডাল থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এলাকায় বারবার চুরির ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর মণ্ডল বলেন, “রাজ্য জুড়েই চুরি, ছিনতাই, ডাকাতি সহ দুর্নীতি চলছে। আইনশৃঙ্খলা বলে কিছুই নেই রাজ্যে। রক্ষকরা শাসকদলের নেতাদের সুরক্ষা-সহ তাঁদের আদেশ অনুযায়ী কাজে ব্যস্ত।”

বিজেপির অন্যতম জেলা সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন, “পুলিশ সরকারি মেলা, খেলার ভিড় সামলাতে ব্যস্ত। এই সুযোগে সুবিধা হয়েছে চোরেদের। শুধু অন্ডাল নয় গোটা রাজ্যেই আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।” রামপ্রসাদপুর পঞ্চায়েতের সদস্য চন্দ্রশেখর ঘোষ বলেন, “বিরোধীদের অভিযোগ মিথ্যা। পুলিশ সক্রিয় রয়েছে তাই চোরেরা ধরা পড়ছে। পঞ্চায়েত অফিসে চুরির সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাও দ্রুত ধরা পড়বে।”