রাজ্যArrested: বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার ২

Arrested: বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার ২

SBN NEWS: এক চাষির বাড়িতে বোমাবাজির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিন্টু শেখ ও নাজমুল হক। তাদের বাড়ি কেতুগ্রামের চেঁচুরি গ্রামে। সোমবার রাতে এলাকা থেকেই তাদের ধরা হয়েছে।

মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে ছয়দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেঁচুরি গ্রামের পেশায় চাষি হুমায়ুন কবীর নামে রবিবার কেতুগ্রাম থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর ছেলে মেয়ে পড়াশোনা করে কাটোয়া শহরে।

সেই সূত্রে হুমায়ুনের স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে কাটোয়া শহরে ভাড়াবাড়িতে থাকেন। গ্রামে একাই থাকেন তিনি। জানা গিয়েছে, বাড়ির কাছেই একটি মোবাইল সংস্থার টাওয়ার বসাতে নিজের জমি ভাড়া দিয়েছেন হুমায়ুন। তাঁর অভিযোগ, টাওয়ার বসানোর পর থেকেই মিন্টু শেখ ও নাজমুল হক এক লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করছিল। তিনি এনিয়ে স্থানীয় নেতৃত্বদের কাছেও কয়েকদিন আগে জানান। তাতে ফল না হওয়ায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

হুমায়ুনের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর থেকেই কেস তুলে নেওয়ার চাপ দিয়ে ওই দুজন তাঁকে হুমকি দিচ্ছিল। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ হুমায়ুনের বাড়ির সদর দরজায় বোমা ছোড়া হয়।

বোমার আঘাতেলোহার গেট বেঁকে যায়। পরদিন সকালে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।