SBNNEWS: আগুনে প্রচুর টাকার ক্ষতি হয়ে যাওয়ার পর সরকারি আনুকূল্যে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। কিন্তু, সেখানেও বিপত্তি। মঙ্গলাহাটের পোড়াহাটের ব্যবসায়ীদের কাছে মোটা টাকা তোলা চাইছে কয়েকজন ব্যক্তি। ব্যবসায়ীরা তা দিতে না চাইলে জোর করে তাঁদের স্টল তুলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
কয়েকজন ব্যক্তি ওই পোড়াহাটের জায়গাটির মালিক, এই দাবি তুলে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। মঙ্গলবার এই অভিযোগে হাওড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান পোড়াহাটের ব্যবসায়ীরা। এদিন পোড়াহাট ব্যবসায়ী সংগ্রাম সমিতি ও মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রাল কমিটির তরফে এই বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাওড়া থানায় একটি ডেপুটেশনও দেওয়া হয়। যারা এই হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় ডেপুটেশনে।
হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজকুমার সাহা বললেন, “যারা এভাবে ব্যবসায়ীদের তুলে দেওয়ার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মঙ্গলাহাটের ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে নামব। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে প্রয়োজনে এর প্রতিবাদে হাটের বস্ত্র ব্যবসায়ীরা কিছুদিন পর মহামিছিল করবেন।”