অন্যান্যSBN NEWS: শীতের সকালে শিশির ভেজা মাঠজুড়ে সরিষার হলুদ বরণ ফুল

SBN NEWS: শীতের সকালে শিশির ভেজা মাঠজুড়ে সরিষার হলুদ বরণ ফুল

SBNNEWS: সবুজের মাঠে হলুদের চাদর! প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে অপেক্ষায় থাকতে হয় শীতকালের জন্য। প্রকৃতিপ্রেমীদের চোখ জুড়াতে জুড়ি নেই সরিষা ফুলের। তবে,এই ফুল যেমন প্রকৃতির সৌন্দর্যকে দেয় ভিন্ন মাত্রা,ঠিক তেমনই একজন কৃষকের স্বপ্ন টকটকে এই হলুদকে ঘিরেই।

ভালো ফলনের প্রত্যাশায় সরিষা চাষীরা। আর তাই পরিচর্যার কমতি থাকে না এই শস্য নিয়ে। শীত মৌসুমে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিশাল ফসলের মাঠে দেখা গেছে সরিষার চাষ। মাঠে মাঠে হলুদ ফুলের ছড়াছড়ি। যেন সবুজ প্রান্তরে হলুদের চাদর বিছিয়ে দিয়েছে কোন গ্রাম্য বালিকা!

কৃষকেরা জানান, সরিষা চাষে খরচ অন্য সব ফসলের চেয়ে বেশ কম। সরিষা বোনা,সার দেওয়া আর কেটে ঘরে আনা ছাড়া তেমন কোনো কাজ নেই।

এক বিঘা জমিতে প্রায় সাত থেকে আট মণ সরিষা হয়। বিঘা প্রতি সরিষা ঘরে তোলা পর্যন্ত খরচ হয় সর্বোচ্চ ৪-৫ হাজার টাকা। আর বাজারে বর্তমানে সরিষার দাম রয়েছে ভালোই । আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার ফলন প্রত্যাশিত হওয়ার আশা করছেন চাষিরা।