Top NewsSBN NEWS: মেলা যাত্রীদের কাছ থেকে তোলা নেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে,প্রশাসন...

SBN NEWS: মেলা যাত্রীদের কাছ থেকে তোলা নেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে,প্রশাসন নির্বিকার

ইন্দ্রজিৎ সাহু: কনকনে শীতে রাত থাকতে শুরু হয় পুণ্যার্থী সমাগম। এর পরে মনস্কামনা পূরণে নদী থেকে তিনবার মাটি তুলে গোকুলানন্দের সমাধিস্থলে দিতে হয়। সঙ্গে চলে বিশালাকার মেলা। করোনায় মেলা বন্ধ থাকার পরে গতবার মেলা বসলেও দর্শনার্থী সমাগম সেভাবে হয়নি। তবে এ বার দুই মেদিনীপুরের সংযোগস্থলে কেলেঘাই নদীপাড়ে ঐতিহ্যবাহী তুলসীচারার মেলায় নামল পুণ্যার্থীদের ঢল। গতকাল সোমবার মকর সংক্রান্তিতে সবংয়ের খাউখাণ্ডায় শুরু হয় জমজমাট এই তুলসীচারা মেলা।

প্রায় ৫০০ বছরের পুরনো এই মেলায় অবিভক্ত মেদিনীপুরের মানুষ প্রতিবার ভিড় জমান। তবে এ বার যেন ভিড় ছিল নজরকাড়া। রাত থেকেই ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। এ দিন ভোর থেকেই কেলেঘাই নদীতে পুণ্যস্নান সেরে তিন মুঠো মাটি তুলে গোকুলানন্দ জীউর সমাধিস্থলে থাকা মন্দিরে সেই মাটি দিয়েছে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। সঙ্গে বসেছিল মেলা। মেলা চলবে ৬দিন। মূলত সবংয়ের সীমানায় কেলেঘাই নদীপাড়ে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গোকুলপুর গ্রামে নদীবক্ষে থাকা তুলসী মন্দিরকে ঘিরেই হয় এই মেলার আয়োজন। অন্যদিকে এই মেলায় যাওয়ার পথে গাড়ি বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারিভাবে তৈরি রাস্তায় কেন গাড়ি চলাচলে টাকা নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় টোটো-গাড়ি চালকদের একাংশের মধ্যেও বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি মেলায় যাওয়ার যে দু’টি পথ রয়েছে তার মধ্যে নদী বরাবর রাস্তাটি একেবারে বেহাল হওয়ায় ক্ষোভ বাড়ছে পুণ্যার্থীদের। স্থানীয় এক গাড়ি চালকের কথায়, “আমরা যাত্রীদের নিয়ে আসছি মেলায়। আমাদের থেকে প্রতিবার দশগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এটা কেমন নিয়ম। এটা তো সরকারি রাস্তা। আমরা তো গাড়ির জন্য সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি।

তার পরে কেন এভাবে টাকা নেওয়া হবে?” এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও অঞ্চল তৃণমূল নেতৃত্ব অতনু সিং সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে বলেন,এই ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যে। যদি কেউ পুজোর জন্য চাঁদা তুলে থাকে আমরা প্রশাসনকে জানাবো। অন্যদিকে কমিটির সদস্য রবীন্দ্রনাথ দাস বলেন, এই বিষয়ে আমাদের কাছে কোন খবর নেই। পরবর্তীতে যদি খবর আসে আমরা প্রশাসনকে জানাবো ব্যবস্থা নেওয়ার জন্য। বিডিও অরুনিমা সেনগুপ্ত বলেন, বিষয়টি আমার জানা নেই জেনে বলবো।