রাজ্যBelda: নামে শান্তি,পেছনে অশান্তি! তৃণমূলের সংহতি যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তর

Belda: নামে শান্তি,পেছনে অশান্তি! তৃণমূলের সংহতি যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তর

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের সংহতি যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় মনকিবাধ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রায় ৫০০ বছর ২২ জানুয়ারি হিন্দুদের এমন একটি দিন আসছে। যেদিন ৫০০ বছরের লড়াইয়ের ফল আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবর- বাবরি মসজিদের সমর্থকদের নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর উস্কানি দেওয়ার চেষ্টা করছেন।

তাতে যে কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু চিন্তিত। আমাদের রাজ্যপাল ও চিন্তিত বন্দ্যোপাধ্যায়ের যদি শান্তি মিছিল করতে হতো তিনি ২১,২৩,২৫,২৬ তারিখে করুন। এতে কেউ তো মানা করেন। কিন্তু ২২ তারিখেই এই শান্তি মিছিল করতে হবে। এতো নামে শান্তি, পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে। এবং তার দুধের গায়েরা ওইদিন লাঠি নিয়ে লাফালাফি করবে। সেই জন্য হিন্দু দের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু যদি এই ঘটনা ঘটে থাকে হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিবাদ করবে।

প্রসন্ন রায়ের বাড়িতে ইডির তল্লাশি প্রসঙ্গে বলেন, বাংলার নিয়ম ছিল সন্ধ্যেবেলায় তুলসী তলায় কীর্তন হবে। সেই রকম বাংলায় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ইডি-সিবিআই থাকবেই। চোর যদি ঘুরে বেড়ায় চোরকে ধরতে তো পুলিশ ঘুরে বেড়াবে। প্রসন্ন রায়ের নাম এর আগেও বিভিন্ন দুর্নীতিতে এসেছিল।

এরকম বহু লোকের নাম আছে যাদের নামে অভিযোগ রয়েছে। যাদের নামে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তদন্তে যদি তথ্য প্রমাণ পাওয়া যায় যদি দোষী সাব্যস্ত হয়। তাদের সাজা হবে। যাদের কাছে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।