Top NewsDebra: দলের নেতাদের-কর্মীদের পায়ে হেঁটে বা সাইকেলে পৌঁছে জনসংযোগের নির্দেশ মানসের

Debra: দলের নেতাদের-কর্মীদের পায়ে হেঁটে বা সাইকেলে পৌঁছে জনসংযোগের নির্দেশ মানসের

নিজস্ব সংবাদদাতা: গত বিধানসভা নির্বাচনে ফলাফলের নিরিখে দুর্বল বুথগুলিতে দলের জনপ্রতিনিধিরা সহ নেতাদের ও কর্মীদের পায়ে হেঁটে বা সাইকেলে পৌঁছে জনসংযোগের নির্দেশ দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান মন্ত্রী মানস ভুঁইয়া।

এই প্রসঙ্গে তিনি জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের চাটাই বৈঠকের উদাহরণ টেনে আনেন। রবিবার বিকালে ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার একটি বর্ধিত কর্মী সভা হয়। সেখানেই মানস ভুঁইয়া এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরতে বলেছেন। আর একইসাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার বিষয়টি তুলে ধরার কথা বলেছেন। এছাড়া প্রত্যেক এলাকায় বিজেপির চক্রান্তের চেষ্টার দিকে নজর রাখার কথা বলেন।

সভায় মানস বলেন ” গত বিধানসভা নির্বাচনে যে সমস্ত ব্লকের বুথগুলিতে ভোটের নিরিখে পিছিয়ে ছিলাম সেখানে পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে জনপ্রতিনিধি ও নেতৃত্বকে পৌঁছাতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে। মানুষের কাজ করতে হবে। যদি জেলাশাসক ও জেলা পুলিশ সুপার মাদুরে বসে মানুষের কথা শুনতে পারেন তাহলে আমরা কেন পারব না।” এই প্রসঙ্গে তিনি সাফ বললেন ” কোনও মোটরসাইকেল কিংবা চার চাকা ও মাতব্বরি ও দাদাগিরি এইসব চলবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে।” পাশাপাশি তিনি কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন ” বিজেপি চক্রান্ত করছে বাংলার মাটিতে একটি অশান্তির বাতাবরণ তৈরি করতে। আমরা আগেও বহু চক্রান্ত রুখে দিয়েছি। এবারেও সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে। নজর রাখতে হবে এলাকায়।”

এছাড়া তিনি জনসংযোগে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরার নির্দেশ দিয়েছেন। তারসাথে আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের প্রকল্প সহ প্রধানমন্ত্রী গ্ৰাম সড়ক যোজনায় কেন্দ্রীয় সরকারের টাকা না দিয়ে বঞ্চনার বিষয়টি তুলে ধরার নির্দেশ দিয়েছেন। এইদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীস হুদাইত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, জেলা পরিষদের সদস্য শংকর দোলই, খড়গপুর দুই নম্বর ব্লকের সভাপতি তৃষিত মাইতি, ডেবরা ব্লকের সভাপতি প্রদীপ কর সহ আরও অনেকে।