SBN NEWS: বন্ধন ব্যাঙ্কে চাকরির কম-বেশি সুযোগ রয়েছে সারা বছর। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, প্রার্থী তাঁর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও আগ্রহ অনুসারে নির্দিষ্ট বিভাগে চাকরির জন্য আবেদন করে রাখতে পারেন। শূন্যপদের ভিত্তিতে যোগ্য বিবেচিত প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে নেওয়া হয়। প্রার্থী পছন্দের নিয়োগ কেন্দ্র উল্লেখ করতে পারেন। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে চাকরির সুযোগ আছে। নিয়োগ হয়ে থাকে বন্ধন ব্যাঙ্কের এই সব বিভাগে ব্যাঙ্কিং অপারেশনস ও কাস্টমার সার্ভিসেস, অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রি বিজনেস, ব্রাঞ্চ ব্যাঙ্কিং, কর্পোরেট সার্ভিসেস, ডিজিটাল ব্যাঙ্কিং, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, অডিট, হাউজিং ফিনান্স, হিউম্যান রিসোর্সেস, আই টি, মার্কেটিং, মাইক্রো ব্যাঙ্কিং, এস এম ই-এম এস এম ই ব্যাঙ্কিং, হোলসেল ব্যাঙ্কিং, রিটেল অ্যাসেটস, রিস্ক, ট্রেজারি, লিগ্যাল ও ভিজিল্যান্স, কর্পোরেট স্যালারি, কমপ্লায়েন্স, অ্যালিটিক্স ও কর্পোরেট স্ট্র্যাটেজি।
Bandhan Bank Recruitment: বন্ধন ব্যাঙ্কে বেশ কয়েকটি পোস্টে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। ব্যাংকের অফিসিয়াল ওয়েসাইটের হোম পেজে কেরিয়ার সেকশনে ব্যাংকে চাকরির জন্য আবেদন করার কথা জানানো হয়েছে। এই চাকরির জন্য কোনো টাকা লাগবে না বা লাগে না। বিনামূল্যে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করা যে কোন ভারতীয় এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
ব্যাংকিং নাম :- নিয়োগটি হবে বন্ধন ব্যাঙ্ক লিমিটেড (Bandhan Bank Limited)। রাজ্যের মেইন শাখা এর পক্ষ থেকে এই নিয়োগের আয়োজন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে দেশব্যাপী বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন শাখাতে।
মোট শূন্য পদ (Job Description):- Bandhan Bank -এ Data Entry Operator, Back Office Excutive, Customer Service Officer- পদে নিয়োগ।
চাকরির অবস্থান (Job location):-পশ্চিমবঙ্গের মধ্যে, সব জেলাব্যাপী নিয়োগ চলিতেছে।
অভিজ্ঞতা (Experience):- কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই।
আবেদনের মাধ্যম (Application Process):– আপনার সিভি জমা দিন হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে (Send Your Cv)
♻️ Whatsapp: 9088538738
♻️ Email:- 👇 corporate.associate.ltd@gmail.com
আবেদন ফি:- সংশ্লিষ্ট পদে আবেদন করার পর প্রার্থীদের কোনো রকম কোনো আবেদন ফি লাগবে না।
বেতন :- যে সকল প্রার্থী চাকরিতে নিযুক্ত হবে তাদের প্রতি মাসে ১৫,৭০০ টাকা থেকে ২২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। যত উচ্চ পদ হবে, সেই অনুযায়ী বেতনও বেশি হবে।
বয়সসীমা:- আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বাধিক ৩২ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি:- কেবলমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে ।
আমাদের প্রয়োজনীয়তা (Our Requirements):-
🛑 আঞ্চলিক ভাষায় কথা বলার দক্ষতা।
🛑 সপ্তাহে ৬ দিন কাজ করার মানসিকতা।
🛑 নেতৃত্ব দানের সক্ষমতা।
🛑 চাপের মধ্যে কাজ করার দক্ষতা।
প্রয়োজনীয় ডকুমেন্ট :- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড। রঙিন পাসপোর্ট সাইজের ফটো। (বিগত তিন মাসের মধ্যে তোলা)
ইন্টারভিউয়ের সময়:- সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। আর কাজটি করতে ইচ্ছুক থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সিভিটি পাঠিয়ে দিন, না হলে নিচে দেওয়া ইমেইল আইডিতে আপনার সিভিটি পাঠিয়ে দিতে পারেন ।
♻️ Calling/Whatsapp:- 9088538738
♻️ Email:- 👇 corporate.associate.ltd@gmail.com