নিজস্ব সংবাদদাতা: ৫০০ গ্রাম হিরোইন সহ চারজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর থানার পুরনন্দরপুর বাইপাস এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে পুলিশের কাছে হঠাৎ খবর আসে দুটি মোটরবাইক নিয়ে চার ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখা যায়। তখনই পুলিশ সন্দেহ হওয়ায় বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানার পিসি পার্টির টিমের উদ্যোগে স্পেশাল অভিযান চালানো হয়। এই দিনের অভিযানে চার যুবকের কাছ থেকে প্রায় ৫০০ গ্রামের কাছাকাছি হিরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা। ঘটনায় চারজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম সালাউদ্দিন লস্কর, রবিন লস্কর, রাজকুমার হালদার। এদের বিরুদ্ধে একাধিক থানায় কম বেশি করে মামলা রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে।