রাজ্যSpecial Story: সৌন্দর্য-সেবায় বদলে গেছে সবং থানা!

Special Story: সৌন্দর্য-সেবায় বদলে গেছে সবং থানা!

নিজস্ব সংবাদদাতা: এক সময় থানা চত্বরে ঢুকতেই ঘিঞ্জি পরিবেশের কারণে সাধারণ মানুষকে হোঁচট খেতে হতো। থানার চারপাশ ছিল আবর্জনায় ভরা। থানায় ঢুকতে গেলে নাক ধরে রাখতে হতো। সেই থানা এখন দেখে চেনাই যায় না। সময়ের সঙ্গে পাল্টে গেছে থানার পরিবেশও। চারদিকে নানা ফুলগাছ। পাশাপাশি আরও বিভিন্ন গাছ ও কাঠামোর উন্নয়নে মনোমুগ্ধকর হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা। অনেকে সৌন্দর্য দেখার জন্যও প্রতিদিন সেখানে থানাতে হাজির হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে,থানার এমন মুগ্ধতা ছড়ানোর নেপথ্যে যার মূল অবদান রয়েছে ভারপ্রাপ্ত পুলিশ অধিকারীক চঞ্চল সিংহ সহ অন্যান্য আধিকারিক ও থানায় কর্মরত পুলিশ কর্মীদের। সৌন্দর্যের পাশাপাশি সেবার মানও বেড়েছে। সাধারণ মানুষ এখন এখানকার পুলিশের মানবিক আচরণ ও ভূমিকায় বেশ সন্তোষ প্রকাশ করছে। আয়োজনকে সাধুবাদ জানিয়ে থাকেন প্রকৃতিপ্রেমীরা। 

থানা চত্বরে গড়ে তোলা হয়েছে বাগান। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ফুলের বাগানের পরিচর্যা শুরু করেন পুলিশ আধিকারিক সহ থানার কর্মরত পুলিশ সদস্যরাও। বসন্তের সকালে যখন ফুরফুরে হাওয়া বইতে শুরু করে। তখন সবং থানার বাগানে উঁকি দেয় গোলাপ,গাঁদা রকমারি পাতাবাহার থেকে শুরু করে বিভিন্ন বাহারি ফুল। থানার দক্ষিণ পাশে রয়েছে আম,জাম,কাঁঠালের গাছও। থানার সামনেই রয়েছে বাচ্চাদের খেলার পার্ক। রয়েছে পালিত রাজ হাঁসও। কেলেঘাই নদী ঘেঁষা পুরোপুরি গ্রামে লাগোয়া হওয়ায় এখানে অনেক পাখিও আসে।’