Top NewsKGP: খড়গপুরে অবহেলায় নেতাজী মূর্তি। পুরসভাকে দুষলেন দিলীপ ঘোষ,পাল্টা কটাক্ষ চেয়ারম্যান কল্যাণী...

KGP: খড়গপুরে অবহেলায় নেতাজী মূর্তি। পুরসভাকে দুষলেন দিলীপ ঘোষ,পাল্টা কটাক্ষ চেয়ারম্যান কল্যাণী ঘোষের

নিজস্ব সংবাদদাতা: তিনি বিদ্রোহী, তিনি দেশত্যাগী, তিনি ছিলেন তামাম ভারতের স্বাধীনতার স্বপ্ন সন্ধানী, তিনি ভারতবাসীর নেতাজি। যিনি ভারতবাসীকে বলেছিলেন, “তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” পরিবার-পরিজন, সবকিছু ত্যাগ করে শুধু দেশ সেবায় যিনি ব্রতী হয়েছিলেন নিঃস্বার্থভাবে। মঙ্গলবার তাঁর ১২৭ তম জন্ম দিবস। গোটা দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে প্রিয় নেতাজির জন্ম দিবস। কিন্তু খড়গপুর শহরের পুরাতন বাজার মোড়ে নেতাজির মূর্তির এই অবহেলায় পড়ে রয়েছেন। কেন অবহেলায় পড়ে থাকবে নেতাজির মূর্তি ? এই প্রশ্ন তুলেছেন দিলীপ সাংসদ ঘোষ। আজ নেতাজি জয়ন্তীতে নিজে হাতে নেতাজির আবক্ষ মূর্তি ধুয়ে মুছে সাফ করলেন দিলীপ ঘোষ। এর পাশাপাশি আবক্ষ মূর্তি প্রাঙ্গণ ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন শহরের পুরাতন বাজার মোড়ে নেতাজির মূর্তির এই অবহেলায় পড়ে রয়েছে। আমরা শুনেছি বিরোধী দলের নেতারা বলেছে বিজেপি নেতাজীকে বোঝে না। এখানে তারাও একদিন রাজত্ব করেছে। নেতাজির মূর্তি পড়ে রয়েছে,কেউ ঝাড়ু মারেনি পরিষ্কারও করেনি। তৃণমূলের খড়গপুর পৌরসভার চেয়ারম্যান আছেন এখানে। নেতাজির আবক্ষ মূর্তি পরিষ্কার করা এটা খড়গপুর পৌরসভার কাজ। এগুলো কারোর কি চোখে পড়ছে না? এদিকে নেতাজির নামে রাজনীতি করবেন। আমাদের কাউন্সিলর ঝাড়ু মারছেন,মূর্তি ধুয়ে পরিষ্কার করেছেন। আমরাও হাত লাগালাম এবং মাল্যদান করলাম নেতাজিকে। অন্যদিকে দিলীপ ঘোষকে কড়া আক্রমণ করলেন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ। তিনি বলেন এভাবে নোংরা রাজনীতি আমরা করি না। আমরা ওই পথে নামিনি,তো উনি এতদিন পর খড়্গপুরে এসেছেন পরিষ্কার করার জন্য। এবার তো জিততে পারবেন না। এবার রাস্তাঘাটি পরিষ্কার করবেন। পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার হচ্ছে,এবার কেউ যদি গায়ের জোরে বলে পরিষ্কার হয়নি তাতে কিছু করার নেই।