Top NewsKGP: খড়গপুরে পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

KGP: খড়গপুরে পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

খড়গপুর: পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে খড়গপুর গ্ৰামীণ থানার সাদাতপুর ফাঁড়ির কলাইকুন্ডা রেলসেতুর কাছে ৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন পরমেশ্বর নায়েক ওরফে ছোটু নায়েক (৩১)। বাবা অমল নায়েক। অপরজন হলেন পরমেশ্বর নায়েক (৩১)। বাবা সুধাংশু নায়েক। দুজনেরই বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার বড়শোল থানা এলাকায়।

প্রথমজনের বাড়ি বড়শোল থানার গোপালপুর এলাকায়। অপরজনের বাড়ি বীরগুডা এলাকায়। প্রথমজন বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের সীমানা বহেরাগাড়া এলাকায় একটি পেট্রল পাম্পের কর্মী ছিলেন। অপরজনের একটি মুরগী ফার্ম রয়েছে। জানা গিয়েছে সোমবার এই দুজন বাইকে মেদিনীপুর শহরে গিয়েছিলেন কোনও কাজে। রাতে বাড়িতে ফিরছিলেন।

ফেরার পথে কলাইকুন্ডা রেলসেতুর কাছে ৬ নম্বর জাতীয় সড়কে একটি গর্তে পড়ে গিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। তাঁরা ছিটকে পড়েন। তখন একই অভিমুখে আসা একটি ডাম্পার দুজনকে ধাক্কা মারে। তারপর স্থানীয় মানুষজন গুরুতর জখম অবস্থায় দুজনকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই দুজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।