Top NewsDaspur: পুলিশের পরিচয় দিয়ে দাসপুরে সোনার দোকান থেকে লক্ষাধিক টাকার গয়না পালালো...

Daspur: পুলিশের পরিচয় দিয়ে দাসপুরে সোনার দোকান থেকে লক্ষাধিক টাকার গয়না পালালো এক ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা: অভিনব কায়দায় পুলিশ পরিচয় দিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে দোকান থেকে সোনার জিনিস নিয়ে পালিয়ে গেল এক ব্যক্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর বাজারে সোনার দোকান থেকে সোমবার সন্ধ্যা নাগাদ দোকানে প্রবেশ করে এক ব্যক্তি। অভিযোগ ওই ব্যক্তি দোকান মালিককে পরিচয় দেয় তিনি পুলিশকর্মী। দোকান মালিক সেই ব্যক্তিকে দুটি সোনার আংটি দেয়, আর সেই আংটি নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি। দোকান মালিক পরেশ ভৌমিকের অভিযোগ,প্রথমে এসে পুলিশের পরিচয় দেয়। তারপর সোনা দেখানোর পর দোকান থেকে গহনা নিয়ে বেরিয়ে যায়। পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এসডিপিও ঘাটাল অগ্নিশ্বর চৌধুরী বলেন, “একটি অভিযোগ পেয়েছি। সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”