Top NewsExclusive: গাঁজা পাচার করতে গিয়ে ওড়িশায় গ্রেফতার বাংলার যুবক

Exclusive: গাঁজা পাচার করতে গিয়ে ওড়িশায় গ্রেফতার বাংলার যুবক

উড়িষ্যা,জলেশ্বর: গাঁজা পাচারের অভিযোগে বাংলার এক যুবক গ্রেফতার হয়েছেন ওড়িশায়।ওড়িশার বালেশ্বর জেলার জলেশ্বর মহকুমা অন্তর্গত উদয়পুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত হুলুবেরিয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ সীমান্ত উড়িষ্যার রাজ্যের বালেশ্বর জেলার জলেশ্বর মহকুমার তালসারি মেরিন থানার অন্তর্গত উদয়পুরে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় ট্রলি স্যুটকেস নিয়ে দুইজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন পুলিশ আধিকারিকরা।

পরে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে দৌড়াতে শুরু করে। পরবর্তীতে দুইজনের মধ্যে একজনকে ধরতে সক্ষম হয় পুলিশ, কিন্তু অন্য একজন এলাকা থেকে চম্পট দেয়। পুলিশ ধৃত যুবকের কাছ থেকে ৬ কেজি ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে উড়িষ্যার বালেশ্বর জেলার জলেশ্বর মহকুমার এসডিপিও দিলীপ কুমার সাউ বলেন, গাঁজা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃতকে আদালতে তোলা হবে।