নিজস্ব সংবাদদাতা: তীব্র গতিতে যাওয়া একটি ইঞ্জিনভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন মোটরবাইক আরোহী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বেনাদীঘি এলাকায়। ঘটনায় আহত হয়েছেন জগন্নাথ পাত্র নামে এক বাইক আরোহী। বাড়ি পিংলা থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই মোটরবাইক আরোহীকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাইক নিয়ে ওই ব্যক্তি পটাশপুর-ডেবরা রাজ্য সড়ক ধরে পিংলার দিকে যাচ্ছিলেন। সবং এর বেনাদিঘী বাজার এলাকায় ট্রাফিক গার্ড দেখেই বাইকের গতি কমিয়ে দেন জগন্নাথ পাত্র , সেই সময় হঠাৎই পিছন থেকে তীব্র গতিতে আসা একটি ইঞ্জিনভ্যান ওই ব্যক্তির মোটরবাইকের পিছনে সজরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই ব্যক্তি। কোমর এবং পায়ের হাড় চামড়া ফুঁড়ে বেরিয়ে যায়।
এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ঘটনার পর ইঞ্জিনভ্যান নিয়ে পলাতক ঘাতক চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহত ব্যক্তির মোটর বাইকটিকে উদ্ধার করা হয়েছে। ঘাতক ইঞ্জিনভ্যান সহ চালকের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।