Top NewsExclusive: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তায় মুড়েছে রেলশহর খড়গপুর, একাধিক জায়গায় নাকা তল্লাশি

Exclusive: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তায় মুড়েছে রেলশহর খড়গপুর, একাধিক জায়গায় নাকা তল্লাশি

নিজস্ব সংবাদদাতা: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু হলো তল্লাশি অভিযান। বৃহস্পতিবার বিকেলে খড়গপুর স্টেশন চত্ত্বরে স্লিপার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চালায় জি আর পি ও আরপিএফ।

স্টেশন চত্ত্বর ও বাইরে সাইকেল স্ট্যান্ড, টিকিট কাউন্টার, টোটো স্ট্যান্ড সহ স্টেশনে আসা যাত্রীদের লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশি চালানো হয় একাধিক ট্রেনেও। তল্লাশি চলে স্টেশন চত্ত্বরে আসা বিভিন্ন গাড়িতে। কোনো রকম নাশকতা এড়াতে জোর নজরদারি রেল পুলিশের। খড়গপুর স্টেশন চত্ত্বরে মোতায়েন প্রচুর রেলপুলিশ।