Top NewsRepublic day: মেদিনীপুর পুলিশ লাইনে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

Republic day: মেদিনীপুর পুলিশ লাইনে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

SBN NEWS: যথাযথ মর্যাদায় পশ্চিম মেদিনীপুর জেলায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। জেলা পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি। কুচকাওয়াজে অংশ নেন জেলা শাসক এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার।

জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় কুচকাওয়াজে। বাল্য বিবাহ প্রতিরোধ এর বিষয়ে একটি ট্যাবল বিশেষ নজর কাড়ে। পুরোহিত, স্বামী এবং নাবালিকা বিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। মূলত বাল্য বিবাহ প্রতিরোধ করতে এমন ধরনের একটি ট্যাবলো।

বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে শুরু করে ক্রেতা সুরক্ষা, যক্ষ্মা রোগ প্রতিরোধ, পথ দুর্ঘটনা রুখতে সচেতনার বার্তা দেওয়া হয়। এদিন জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, জেলায় উন্নয়নের কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যের উপরে জোর দেওয়া হয়েছে।