Top Newsদিলীপ ঘোষের সামনেই তাঁর অনুগামী দুই নেতার মধ্যে গন্ডগোল, আহত ১

দিলীপ ঘোষের সামনেই তাঁর অনুগামী দুই নেতার মধ্যে গন্ডগোল, আহত ১

নিজস্ব সংবাদদাতা: বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সামনেই তাঁর অনুগামী দুই নেতার মধ্যে গন্ডগোল। তার জেরে উভয়পক্ষের মধ্যে মারপিট। ঘটনায় দিলীপ অনুগামী পিন্টু ওরফে বাবু সরকার নামে এক বিজেপি নেতা জখম হয়েছেন। অভিযোগের তির বিজেপির খড়গপুর শহরের উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন দিলীপ ঘোষ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় ভারত মাতা পূজন অনুষ্ঠানে। ওইদিন পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। অভিযোগ সেখানেই পিন্টু ওরফে বাবুকে মারধর করা হয়েছে। আর ঘটনার পর জখম দিলীপ ঘনিষ্ঠ নেতা পিন্টু ওরফে বাবু খড়গপুর টাউন থানায় সুনির্দিষ্টভাবে বিজেপির খড়গপুর শহরের উত্তর মন্ডল সভাপতি সহ আরও একজনের নামে অভিযোগ দায়ের করেছেন।

পরবর্তীকালে ওইদিন সন্ধ্যায় দীপসোনা ঘোষ পাল্টা একটি অভিযোগ থানায় দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে দুটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দুটি খতিয়ে দেখা হচ্ছে। সাংগঠনিকভাবে বিজেপির খড়গপুর শহরের উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ খুবই ঘনিষ্ঠ দিলীপ ঘোষের। আর প্রহৃত পিন্টু ওরফে বাবু সরকার দিলীপ ঘোষের ব্যাক্তিগতভাবে অত্যন্ত কাছের নেতা। এই দুই নেতার মধ্যে সম্পর্কের টানাপোড়েন বহু বছর ধরে চলে আসছে চোরাস্রোতের মতো। দুজনেরই বাড়ি খড়গপুর শহরের সুভাষপল্লী এলাকায়।

দীপসোনার বাড়ি খড়গপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গেট এলাকায়। আর পিন্টুর বাড়ি খড়গপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী জনকল্যাণ স্কুল এলাকায়। জানা গিয়েছে শুক্রবার সকালে ভারত মাতা পূজন অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য অনুগামীদের নিয়ে দিলীপ ঘোষ উপস্থিত হন। তখন তাঁর সঙ্গে এই পিন্টু ওরফে বাবু সরকার ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার পর ভিডিও করছিলেন পিন্টু ওরফে বাবু। অভিযোগ তখন বিজেপির খড়গপুর শহরের উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ ও শিবা নামে দুজন পিন্টুকে অনুষ্ঠান স্থল থেকে বের করে নিয়ে আসেন।

তারপর এলোপাথাড়ি মারধর করা হয়। বাবুর অভিযোগ তাঁকে লোহার রড সহ হকি স্টিক দিয়ে মারধর করা হয়েছে। এমনকি তাঁকে ইট পাথর ছোঁড়া হয়েছে বলে তাঁর অভিযোগ। আর এই পুরো গন্ডগোলের ঘটনা যখন ঘটে তখন দিলীপ ঘোষ অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন। যদিও তিনি ঘটনায় কোনও রকম হস্তক্ষেপ করেন নি। এই ব্যাপারে প্রহৃত পিন্টু ওরফে বাবু সরকার বললেন ” আমি জানি না কেন আমাকে মারধর করা হয়েছে। তবে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আর দলের নেতাদের জানিয়েছি।”

অপরদিকে বিজেপির খড়গপুর শহরের উত্তর মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ বললেন ” শুনেছি উনি ভারত মাতা পূজন কমিটির কয়েকজনের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। অশ্রাব্য ভাষায় গালাগালি দেন। সেই কারনে কয়েকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে তাঁকে এমন কিছু করা হয় নি। কারন আমি গিয়েই ঝামেলা থামিয়ে দিয়েছি। আর উনি যা বলছেন সেসব নিজের গুরুত্ব বাড়ানোর জন্য বলছেন।” আর এই ব্যাপারে বিব্রত দিলীপ ঘোষ শনিবার সকালে বললেন ” খড়গপুরে মারপিট কোনও নতুন ঘটনা নয়। কে কার সঙ্গে মারপিট করছে বা কি হয়েছে আমি সেটা জানি না। আর ওর সঙ্গে পার্টি যুক্ত কিনা সেটাও জানি না। ওখানকার লোকেরা দেখবেন কি হয়েছে।

কেন হয়েছে।” তবে লোকসভা নির্বাচনের আগে নিজের অনুগামীদের মধ্যে গন্ডগোলের ঘটনায় কিছুটা হলেও চাপে পড়েছেন দিলীপ ঘোষ। কারন ইতিমধ্যে দিলীপ ঘোষের কাজের ধরন নিয়ে খড়গপুর শহরের তিনটি মন্ডল এলাকায় বহু কর্মীর ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে তাঁকে ঘিরে রাখা কয়েকজন দলীয় নেতা ও কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশঃই বাড়ছে।