Top NewsKGP: শহরে দূষণ রুখতে, মহকুমা শাসকের কাছে স্মারকলিপি খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ...

KGP: শহরে দূষণ রুখতে, মহকুমা শাসকের কাছে স্মারকলিপি খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটির

নিজস্ব সংবাদদাতা: শহরে দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবারে প্রশাসনের দ্বারস্থ হল খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটি। মঙ্গলবার বিকালে কমিটির পক্ষ থেকে খড়গপুর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে গত ১৫ দিনের বায়ু দূষণ কম্পাঙ্কের একটি তালিকা তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। এছাড়াও শিল্প দূষণের বিরুদ্ধে একটি সভা হয়েছে খড়গপুর মহকুমা প্রশাসনিক ভবনের সামনে। এই সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অনেকেই উপস্থিত ছিলেন। তারসাথে বিশিষ্ট কবি সুনীল মাজি, প্রাক্তন অধ্যাপক তপন কুমার পাল, প্রাক্তন প্রধান শিক্ষক রনজিত কুমার মাজি, দেবাশিস দে, সুরঞ্জন মহাপাত্র সহ অনেকেই উপস্থিত ছিলেন। এইদিন মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটির সম্পাদক অনিল দাস আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন ” মহকুমা শাসক আমাদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে। আমরা আশাবাদী।” এদিকে এইদিনের সভায় কবি সুনীল মাজি বলেছেন শহরের দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়ার জন্য পুরসভা থেকে শুরু করে কাউন্সিলর সহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করতে হবে।” মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও বললেন ” ওঁরা স্মারকলিপি দিয়েছেন। দেখা যাক কি করা যায়।”