অন্যান্যSBN NEWS: হারিয়ে যাওয়া শৈশব, হারিয়ে যাওয়া সেই লাটিম খেলা

SBN NEWS: হারিয়ে যাওয়া শৈশব, হারিয়ে যাওয়া সেই লাটিম খেলা

SBN NEWS: আমাদের শৈশব হারিয়ে গেছে। সেই সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা। এখন সেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে যায়,মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া খেলা আর স্মৃতির কথা। আমরা উদাস হয়ে যাই কিছুক্ষণের জন্য হলেও।

‘শৈশব’ শব্দটা শুনলেই কেমন যেন একটা ধূসর গল্পের জগৎ সামনে চলে আসে। নির্ভার,চিন্তাহীন একটা সময়। কত কীই–না করেছি আমরা সে সময়! কত গল্প, কত দুষ্টুমি আর কত খেলা। যাঁরা এখন এই লেখার পাঠক, তাঁদের শৈশবের স্মৃতি এখন বেশ খানিকটা ফিকে হয়ে গেছে। শৈশবের কথা উঠলেই এখন খেলার সঙ্গী, খেলা, খেলার মাঠ আর কত হাজারো রকমের স্মৃতি ভেসে ওঠে মনে। খেলার সঙ্গীরা এখন কে কোথায়, সেটা জানা নেই। কিন্তু খেলার স্মৃতিটুকু রয়ে গেছে। চলুন আরেকটু উসকে তোলা যাক সেই স্মৃতি।

লাটিমলাটিম আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা। লাটিম খেলতে পারেন না এমন মানুষ আগে পাওয়া না গেলেও এখন দেখা মেলে। ছেলেবেলার অত্যন্ত জনপ্রিয় খেলাগুলোর মধ্যে এটি একটি। এটি শুধু খেলাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ছেলেবেলায় মায়ের লাটিম লুকিয়ে রাখার স্মৃতি। এছাড়াও নতুন কেনা রঙিন লাটিম দিয়ে কাউকে হারিয়ে দেওয়ার সুখস্মৃতি, তা এখনো চোখে লেগে আছে। উল্টো দিকে, একের পর এক লাটিমের হামলায় চোখের সামনে নিজের সুন্দর লাটিম ক্ষতবিক্ষত হতে দেখার স্মৃতি এখনো আমাদের পীড়িত করে নিজের অজান্তেই।