SBN DIGITAL: শেষরক্ষা হল না! চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যার্থ করে পরলোকে পাড়ি দিল পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী রুদ্র মান্ডি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নামে এই মাধ্যমিক পরীক্ষার্থীর। প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার (০৮.০২.২০২৪) মোটরবাইক চড়ে অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছিল বিষ্ণুপুরের মুনিনগর রাধাকান্ত বিদ্যাপীঠের তিন মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের বাড়ী বিষ্ণুপুরের প্রকাশঘাট এলাকায়। তাদের পরীক্ষার সিট পড়েছিল জয়কৃষ্ণপুর হাইস্কুলে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ধানগোড়ার কাছে অন্য একটি মোটর বাইককে ওভারটেক করতে গিয়ে একটি বাসের সামনে পড়ে যায় তারা। বাসের চালক সাথে সাথে ব্রেক কষেন এবং ব্রেক কষে বাইক চালকও। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে তিন পরীক্ষার্থী। তাদের উদ্ধার করে প্রথমে রাধানগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। তবে বাকি দুজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের কলার বোন ভাঙ্গে,আর একজনের ইন্টারন্যাল চোট গুরুতর থাকায় তাকে বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়। বাঁকুড়া মেডিকেলেই গতকাল রাতে মৃত্যু হয় রুদ্র মান্ডি নামে এই মাধ্যমিক পরীক্ষার্থীর। তার লিভারে জোরালো আঘাত লেগেছিল বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। এদিকে,এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেনে এসেছে তার গ্রামজুড়ে। এদিকে দিন মজুর বাবা এভাবে ছেলেকে হারিয়ে দিশেহারা।