BlogAccident: ফুল বেচতে গিয়ে মৃত্যু ডেবরার চাষির, এলাকায় শোকের ছায়া

Accident: ফুল বেচতে গিয়ে মৃত্যু ডেবরার চাষির, এলাকায় শোকের ছায়া

নিজস্ব সংবাদদাতা: জাতীয় সড়কের উপর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলবাজারে ফুল বেচতে এসে চাষিদের একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে আরও একটি মর্মস্পর্শী এমন ঘটনায় ফুলচাষিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ উঠেছে, কয়েক কোটি টাকা বরাদ্দ, পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘ সময় ধরেই আইনি বেড়াজালে আটকে দেউলিয়া ফুলবাজার স্থানান্তরিতকরণের কাজ। অন্যদিকে, আবার ব্যস্ততম এই জাতীয় সড়কের উপর আজও গড়ে ওঠেনি আন্ডারপাস নির্মাণের কাজ। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের উপরই প্রতিনিয়ত বসছে ফুলের বেচাকেনার আসর। তাই অবিলম্বে কোলাঘাটের দেউলিয়াতে জাতীয় সড়কের উপর থেকে ফুলের বাজার সরানোর পাশাপাশি আন্ডারপাস নির্মাণের দাবিতে আবারও সরব হলেন ফুলচাষিরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কলকাতার গড়িয়া থেকে পাঁচ বাইক আরোহী পরস্পরের সঙ্গে রেষারেষি করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভ্রমণের উদ্দেশ্যে। সেই সময় দেউলিয়া ফুলবাজারে রাস্তা পারাপার করছিলেন পাশের পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত লোয়াদার বাসিন্দা ফুলচাষি নিতাই মান্না (৪৬)। চোখের পলকেই দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেচেদার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরিস্থিতির আরও অবনতি ঘটলে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। আর সেই খবরেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। এমন মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার ফুলচাষি ব্যবসায়ীরা। জানা গিয়েছে,ও ইতিমধ্যেই ৬ নম্বর জাতীয় সড়কের মুম্বই রোড) দেউলিয়া বাজার সংলগ্ন ( স্থানে বন্ধ থাকা আন্ডারপাস নির্মাণের কাজ দ্রুত শেষ করে তা চালুর দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিটের কলকাতা শাখার প্রোজেক্ট ডিরেক্টরের কাছে কয়েক দফায় স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও পরিস্থিতির বদল না ঘটায় আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ফুলচাষিরা। সংগঠনের সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করে বলেন, “কয়েক বছর আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে এলাকার ফুলচাষি-ফুলব্যবসায়ী-সহ সর্বস্তরের জনসাধারণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বাজার সংলগ্ন স্থানে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করে। সেইমতো মূল ৬ লেনের রাস্তার দু’পাশে বাইপাস রাস্তাও তৈরি হয়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে প্রায় বছর দুই হল আন্ডারপাশ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। ফলস্বরূপ প্রায়শই ওই স্থানে দুর্ঘটনা লেগে রয়েছে। দ্রুত নির্মাণ কাজ শুরু করা নাহলে ফুলচাষি, ফুলব্যবসায়ী, ছাত্রছাত্রী সহ সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” এবিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল জানিয়েছেন, “বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”