BlogExclusive: চুরির অভিযোগে সবংয়ে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Exclusive: চুরির অভিযোগে সবংয়ে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

নিজস্ব সংবাদদাতা: যখন একাধিক দুর্নীতি চুরি নিয়ে তোলপাড় রাজ্য। তারই মধ্যে এবার কাপড় দোকান নিয়ে চুরির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১১ নং মোহাড় অঞ্চলের পূর্ব মোহাড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত পঞ্চায়েতকে গ্রেপ্তার করেছে সবং থানার পুলিশ। ধৃতের নাম লালমোহন ভূঁইয়া। বাড়ি পূর্ব মোহাড় এলাকায়।

অভিযোগকারী কাপড় ব্যবসায়ী বিমল মেইকাপের অভিযোগ,রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর। গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে লক্ষাধিক টাকার কাপড়সহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ভিতরে পোশাক সহ জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  ঘটনার পর দোকান মালিক বিমল মেইকাপ সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নামে সবং থানার পুলিশ আধিকারিকরা। তারপরই মোহাড় গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য লালমোহন ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া দোকানের শাড়ী অভিযুক্ত পঞ্চায়েত সদস্য লালমোহনের বাড়ি থেকে সিরিজ করা হয়েছে। ধৃত ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আগেও অনেক চুরির অভিযোগ রয়েছে।  ধৃতকে আজ মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে। তবে এই ঘটনায় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য লালমোহন ভূঁইয়া।

অন্যদিকে এই নিয়ে সরব হয়েছে বিজেপি। এ ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সহ-সভাপতি রমা প্রাসাদ গিরি বলেন,সবংয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হবেন এমন কিছু নয়। আগামীদিনে সবংয়ের মন্ত্রীরও এই পরিস্থিতি হতে পারে। এটাও কিন্তু জ্বলজ্বল করছে। কারণ উনিও ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন। শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী সবাই জেলে আছেন। স্বাভাবিকভাবে তৃণমূলের সবাই চোর,তারা সবাই জেলে থাকবেন।