Blogপিংলায় জুয়ার ঠেকে পুলিশি হানা, আটক ৩ জন জুয়াড়ি

পিংলায় জুয়ার ঠেকে পুলিশি হানা, আটক ৩ জন জুয়াড়ি

নিজস্ব সংবাদদাতা: জুয়ার ঠেকে হানা দিয়ে ৩ জুয়াড়িকে আটক করলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পিংলা থানার একাধিক এলাকায় হানা দিয়ে তাদের আটক করা হয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, পিংলা থানা এলাকায় পুলিশের অগোচরে বিভিন্ন জায়গায় চলছিল জুয়ার কারবার। তারপরেই কার্যত গোপন সূত্রে খবর পেয়ে উক্ত থানা এলাকার বিভিন্ন অঞ্চলে সোমবার রাতে অভিযান চালায় পিংলা থানার পুলিশ অধিকারীকরা।

অভিযান চালিয়ে তিনজন জুয়াড়িকে আটক করে পুলিশ। এর পাশাপাশি বেশ কিছু জুয়া খেলার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে মুণ্ডুমারি, জামনা,এগারো মাইলসহ বেশ কিছু এলাকায় রাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।