SBN DIGITAL: মিশরের কায়রোয় ‘ফিগ আর্টিস্টিক জিমন্যাস্টিক্স অ্যাপারেটার্স ওয়ার্ল্ড কাপ ২০২৪’এ ব্রোঞ্জ পদক পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক। বর্তমানে প্রণতি ওড়িশার প্রশিক্ষক অশোক মিশ্রের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক প্রণতিকে সম্মানিত করেন। উপস্থিত ছিলেন প্রশিক্ষক, প্রণতির বাবা ও মা শ্রীমন্ত নয়েক ও প্রতিমা নায়েক।