SBN DIGITAL: Paytm Payments Bank নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মা। একই সঙ্গে তিনি পদত্যাগ করবেন পেমেন্ট ব্যাঙ্ক ইউনিটের বোর্ড সদস্যের পদ থেকেও। নতুন করে গঠন করা হবে এই বোর্ড। এ ব্যাপারে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সিইও সুরিন্দর চাওলা বলেন, নতুন বোর্ডের সদস্যরা কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সংস্থার পরিচালন কাঠামো ও কার্যনির্বাহের মান আরও উন্নত করা হবে।