SBN DIGITAL: গ্রেপ্তার হওয়ার পর শেখ শাহজাহানকে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড করলো তৃণমূল। এর আগে একাধিক ক্ষেত্রে দলের কোন নেতা যাকে পুলিশ গ্রেপ্তার করেছে কোন অপরাধে তারপর তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। এই ক্ষেত্রেও তাই। সন্দেশখালির মানুষ যখন শাহজাহানের বিরুদ্ধে জমি লুঠ, শ্লীলতাহানির অভিযোগ তুলেছে তখন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়নি উল্টে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, ‘শাহজাহানকে টার্গেট করা হচ্ছে।’
তবে তৃণমূলের এই সাসপেন্ড নিয়ে ইতিমধ্যে অনেকে কটাক্ষ করতে শুরু করেছে। এর আগে আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছিল তৃণমূল এখন সে ভাঙড়ের তৃণমূল নেতা। সারদা কান্ডে কুণাল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর যখন মমতা ব্যানার্জিকে লাগাতার আক্রমন করে এসেছেন তখনও তাকে সাসপেন্ড করা হয়েছিল। এখন সে দলের রাজ্য সাধারণ সম্পাদক।
অন্যদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে যেই মামলা দায়ের হয়েছে তার তদন্ত করবে সিআইডি। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করার পর বসিরহাট আদালতে পেশ করা হয়। দশদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারপতি। তারপরই তৃণমূল নেতাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে।