খড়গপুর: গোটা দেশের সাথে রেলের খড়গপুর ডিভিশনে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হতে চলেছে মঙ্গলবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সমস্ত প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন। খড়গপুর ডিভিশনের ২১টি রেল স্টেশনে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল উদ্বোধন হবে। এগুলির মধ্যে এই রাজ্যের ১৬টি স্টেশন রয়েছে। বাকি পাঁচটি ওড়িশায়। এছাড়া মঙ্গলবার খড়গপুর স্টেশনে বহু প্রতীক্ষিত নবনির্মিত জন ঔষধি কেন্দ্রটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করা করবেন প্রধানমন্ত্রী। তারসাথে খড়গপুর পুরী রেলশাখার নেকুরশেনী রেল স্টেশনে নবনির্মিত মালগুদামটি উদ্বোধন হবে। গতি শক্তি কার্গো টার্মিনাল জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। এটি নির্মাণ করা হয়েছে খড়গপুর মেদিনীপুর রেলশাখার গোকুলপুর স্টেশনের কাছে ওড়িশা মেটালিক্স কারখানায়। তারসাথে শালিমারে শিলান্যাস করা হবে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের রক্ষণাবেক্ষণের একটি ওয়ার্কশপ। এই ব্যাপারে রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম কে আর চৌধুরী বললেন ” এই সমস্ত প্রকল্পগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মঙ্গলবার চালু হবে। আর এগুলি চালু হলে রেলযাত্রী সহ সাধারন মানুষ উপকৃত হবেন।” প্রসঙ্গত বহু দিনের দাবি ছিল খড়গপুর স্টেশনে একটি ওষুধ দোকান করার। সেই দাবি এবারে পূরণ হতে চলেছে।