নিজস্ব প্রতিবেদক: আহত রাজ্যের মুখ্যমন্ত্রী। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। দলের তরফে সুপ্রিমোর আহত হওয়ার খবর জানানো হয়েছে সমাজ মাধ্যমে। বার্তায় মুখ্যমন্ত্রীর কপালে চোটের বেশ কয়েকটি ছবি দেওয়া হয়েছে, সঙ্গেই লেখা হয়েছে, তাঁর জন্য প্রার্থনা করা হোক। যদিও কীভাবে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। সূত্রের খবর, বাড়িতেই পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। ইতিমধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন তাঁর পরিবারের এবং দলের সদস্যরা। হাসপাতালে উপস্থিত রয়েছেন অভিষেক ব্যানার্জি, লতা ব্যানার্জি। দলের প্রথম সারির নেতারা উপস্থিত হচ্ছেন হাসপাতালে। জানা গিয়েছে, এসএসকেএম-এর উডবার্নের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।