নিজস্ব প্রতিবেদক: কেশিয়াড়িতে দলছুট দাঁতাল পিষে মারল শিক্ষককে। আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার অন্তর্গত কুসুমপুর নাপো এলাকায়। মৃত শিক্ষকের নাম বাদল দত্ত। বয়স ৪৫ বছর।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার সকাল থেকে ৭০-৮০ টি দলছুট দাঁতাল কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় তান্ডব চালায়। পরবর্তীতে বনদপ্তরের তৎপরতায় তাদেরকে অন্যত্র সরিয়ে কুসুমপুর জঙ্গলে প্রবেশ করায়।
তার কিছুক্ষণ পরে কুসুমপুর রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন স্কুল শিক্ষক বাদল দত্ত। দলছুট দাঁতালের মুখোমুখি হন ওই শিক্ষক। তখনই বাইক ছেড়ে ছুটে পালাতে গেলেও শেষ রক্ষা হয়নি। হাতির দল পিষে মারে স্কুল শিক্ষককে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও কেশিয়াড়ি থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের রক্তাক্ত অবস্থায় কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।