SBN NEWS DIGITAL: রাজ্যের ৪ জেলাশাসককে বদলি করল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং বীরভূমের জেলাশাসকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমিশনের নির্দেশে জানানো হয়েছে গুজরাটে ছোটা উদয়পুর, আমেদাবাদ গ্রামীণের এসপি, পাঞ্জাবে পাঠানকোট, ফযলিকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলার এসএসপি, ওডিশার ঢেঙ্কানলের জেলাশাসক এবং কটক গ্রামীণ জেলার এসপি-দেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন বলেছে, সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রশাসনিক রদবদল করা হয়েছে। ‘নন-ক্যাডার’ আধিকারিক নন, অর্থাৎ আইএএস বা আইপিএস নন, এমন যে আধিকারিকরা বিভিন্ন জেলায় জেলাশাসক বা পুলিশের এসপি, তাঁদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।