নিজস্ব প্রতিনিধি: এক যুবকের মৃত্যুর চার মাস পর ময়নাতদন্তে রিপোর্ট পেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। টোটন শেখ (৩২) নামে এক ইটভাটার মালিকের ভাইকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে চারজন যুবককে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর থানার হাতিনগরে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাতে হাতিনগরে টোটন শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়। সেই রিপোর্ট পেয়েই আসল ঘটনা উঠে এল। এ বিষয়ে স্থানীয় ইটভাটার মালিক জুলিয়াস শেখ বলেন, ঘটনার দিন তাঁর ভাই টোটনকে ফোন। করে ডেকে নিয়ে গিয়েছিল তাঁরই কয়েকজন বন্ধু। ওইদিন রাতে বাড়ি থেকে কিছুটা দূরে টোটন শেখের মৃতদেহ উদ্ধার হয়। শরীরে কোনও রক্তপাত না হওয়ায় মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
দু’দিন আগে টোটন শেখের ময়না তদন্তের রিপোর্ট পেয়ে পুলিশ বুঝতে পারে টোটনকে হত্যা করা হয়েছে। এরপরই তদন্ত নেমে এলাকার চারজনকে গ্রেফতার করা হয়। কিন্তু কেন টোটনের বন্ধুরা খুন করে বসলো সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। পুলিশের অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত কোনও গন্ডগোলের জেরেই ওই খুন। তবে অভিযুক্তদের সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে আসল ঘটনার রহস্য বার করতে চাইছে বহরমপুর থানার পুলিশ।