Top Newsকলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার মহিলার পচাগলা দেহ, তদন্তে পুলিশ

কলকাতার কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার মহিলার পচাগলা দেহ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: দুদিন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। মাটি খুঁড়তেই বেরিয়ে এল অর্ধনগ্ন মহিলার পচাগলা দেহ। খাস উত্তর কলকাতায় কাশী বোস লেন ও বিধান সরণির মোড়ে শনিবার এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। এখনও মহিলার নাম-পরিচয় জানা যায়নি। কীভাবে দেহটি রাস্তার মাটি খুঁড়ে চাপা দেওয়া হল, তা নিয়ে রহস্য ঘনীভূত। বড়তলা থানার আওতাধীন কাশী বোস লেনের মতো ব্যস্ত ও জনবহুল রাস্তায় কারাই বা লাশ ফেলে দিয়ে গেল, তা জানতে পুলিশ তদন্তে নেমেছে।
ঠিক যেন দৃশম সিনেমা। অজয় দেবগণ অভিনীত সিনেমায় দেখা গিয়েছে আইজির ছেলেকে খুন করে নির্মীয়মাণ থানার নিচে দেহটি পুঁতে দিয়ে গিয়েছিলেন বিজয়। ১৭ নম্বর ওয়ার্ড কাশী বোস লেনে কলকাতা পুরসভার জলের পাইপলাইনের কাজ চলছে। গত শনিবার কাজ শুরু হয়েছে। কাশী বোস লেন ও বিধান সরণি ক্রসিংয়ের মুখে ট্রাম লাইনের ধার দিয়ে রাস্তা কাটা হয়েছিল। বৃহস্পতিবার এই অংশে পাইপলাইনের কাজ সম্পন্ন হয়ে যায়।
কাজ সম্পন্ন হতেই মাটি ফেলে ভরাট চলছিল। মাটি খুঁড়তেই বেরিয়ে এল অর্ধনগ্ন মহিলার পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কৌতুহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনার শুরু করেছে পুলিশ।