Top Newsমহিলাদের উপরে 'অত্যাচার', কড়া বার্তা মোদীর

মহিলাদের উপরে ‘অত্যাচার’, কড়া বার্তা মোদীর

এসবিএন নিউজ ডিজিটাল:  আরজি করের নাম না নিয়েও এবার নারীবিরোধী অপরাধে কড়া শাস্তির জন্য প্রয়োজনীয় আইনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন ঘটনায় তোলপাড় গোটা দেশ। তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এ নিয়ে কড়া আইনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমাঝে রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে ‘লখপতি দিদি’ অনুষ্ঠানে যোগ দিয়ে দোষীদের বিরুদ্ধে সুর চড়ালেন মোদি। বললেন, ‘দোষীরা কেউ রেহাই পাবে না।’

এদিন মোদি বলেন, ‘নাবালক-নাবালিকাদের উপর যৌন হেনস্তার মতো ঘটনার শাস্তি হিসেবে এখনকার আইনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এসব ছাড়াও তাদের উপর নানাধরনের হিংসার ঘটনা ঘটে। কোন অপরাধে কী শাস্তি, তা নির্দিষ্ট করা নেই। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতায় তা স্পষ্টভাবে বলা রয়েছে। আমি আপনাদের নিশ্চিত করছি, মহিলাদের উপর সবরকম অত্যাচার বন্ধ করে রাজ্য সরকারগুলির পদক্ষেপে পাশে আছে কেন্দ্র। আমাদের সরকার অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে বদ্ধপরিকর।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সমাজ থেকে এধরনের মানসিকতা মুছে গেলে তবেই আমরা এই অত্যাচার বন্ধ করতে সফল হব।’ ভারতীয় ন্যায় সংহিতার কথা উল্লেখ করে মোদি বলেন, ‘আগে এসব ঘটনার ক্ষেত্রে ঠিক সময়ে এফআইআরও হতো না। বিচারপ্রক্রিয়ায় গাফিলত হতো, দেরি হতো। কিন্তু আমরা এসব কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে এগিয়েছে। এখন মহিলাদের উপর যে কোনওরকম অত্যাচারের অভিযোগ নিয়ে থানায় না এসেও ই-এফআইআর দায়েরের ব্যবস্থা করা হয়েছে।’