Top Newsমুকেশ আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি
মুকেশ আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি
নিজস্ব সংবাদদাতা: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন গৌতম আদানি। গত ৫ বছরে ভারতীয় শীর্ষ ১০ ধনীর মধ্যে আদানির সম্পদ সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। সম্পদের সবশেষ হিসাবে আম্বানিকে ছাড়িয়ে গেছেন তিনি।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গৌতম আদানি গোষ্ঠির মোট সম্পদ এখন ১১.৬ লক্ষ কোটির। হুরুনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। প্রথম স্থান থেকে সরে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি এবং তাঁর রিলায়েন্স, মোট সম্পত্তি মূল্য ১০.১৪ লক্ষ কোটি।