নিজস্ব সংবাদদাতা: নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুন দুই দুষ্কৃতীর। শনিবার রাতে নিউটাউনের ইকো পার্কের কাছে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা। তাঁর ইটের ব্যবসা। বাইকে করে এসে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।
স্থানীয়রা জানান, নাসিমুদ্দিন গতকাল রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর উপর হামলা হয়। দুই দুষ্কৃতী উলটো দিক থেকে বাইকে করে এসে নাসিমুদ্দিনের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় পুলিশে।
স্থানীয়দের দাবি, গুলি চালানোর পরই সেখান থেকে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। রাতের দিকে ওই এলাকায় এমনিতেই লোকজন কম থাকেন। দুষ্কৃতীরা সেই সুযোগই নিয়েছে বলে জানান স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের বয়ান সংগ্রহ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে নাসিমুদ্দিনের উপর হামলা হল, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।