কলকাতাসুখবর! বন্ধ হচ্ছে না ঐতিহ্যের ট্রাম পরিষেবা

সুখবর! বন্ধ হচ্ছে না ঐতিহ্যের ট্রাম পরিষেবা

নিজস্ব সংবাদদাতা: কলকাতার রাস্তায় ট্রাম ফেরানোর দাবিতে হাইকোর্টে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে সরকারের ট্রাম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নতুন আন্দোলনে পথে নেমেছেন শহরটির নাগরিক সমাজ। প্রয়োজনে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন তারা। জানা গেছে এখন বন্ধ হচ্ছে না ১৮৭৩ সাল থেকে কলকাতায় পথচলা শুরু করা কল্লোলিনী তিলোত্তমার ঐতিহ্যের এই যানটি। ডাব্লিউটিসি থেকে সিটিসি-কে আলাদা করা হবে। এবং এই সিটিসি বা ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানিই ট্রাম চালাবে শহরের বুকে।